ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

বিয়ের দুই মাসেই প্রেমিকার সঙ্গে পালালেন স্বামী, নববধূর আত্মহত্যা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৫৯ পিএম
বালিয়াডাঙ্গী থানা। ছবি- রূপালী বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিমান করে রুমি আক্তার (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার ওই গ্রামের সুমন আলীর (২০) স্ত্রী এবং একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের ওসমান আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, মাত্র দুই মাস আগে রুমি আক্তারের সঙ্গে সুমন আলীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর সুমন অন্য এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। 

গতকাল রোববার সুমন স্ত্রীকে রেখে প্রেমিকার সঙ্গে ঢাকায় পালিয়ে যান। এতে অভিমান করে সোমবার সকালের দিকে স্বামীর বাড়িতেই সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমি আক্তার।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’