রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে ইয়ামিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফাহিম নামে আরও এক যুবক।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকার বুড়িগঙ্গায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ইয়ামিন ঢাকা উদ্যান এলাকার মাহবুবের ছেলে। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা এলাকায়।
স্থানীয়রা বলেন, উত্তেজিত জনতা ছিনতাই করার সময় দুই জন ছিনতাইকরীকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা যান। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের শেষ মাথায় মোবাইল ছিনতাই করার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় তাদের দুই জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে আহত ফাহিম নামে আরও এক অভিযুক্ত ছিনতাইকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।