চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্যভর্তি কনটেইনারের সিল ভেঙে কাপড় চুরির সময় সাইফুল ইসলাম রুবেল (৩৫) নামে এক ট্রাকচালককে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বন্দরের জিসিবি ১৩ নম্বর শেড থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে সাতটি কাপড়ের রোল, চার পিস ইয়াবা এবং একটি ট্রাক জব্দ করা হয়। তবে শনিবার বিষয়টি জানাজানি হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, ‘সিসি ক্যামেরার ফুটেজে কনটেইনারের সিল ভেঙে মালামাল চুরির দৃশ্য ধরা পড়ে। খবর পেয়ে নিরাপত্তা বিভাগ দ্রুত অভিযান চালিয়ে রুবেলকে হাতেনাতে আটক করে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম রুবেল জানান, রুবেলের ট্রাকটি এক কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করেছিল। সুযোগ বুঝে তিনি ১৩ নম্বর শেডে থাকা কনটেইনারের লক ভেঙে কাপড় চুরি করছিলেন। পরে তাকে মাদকদ্রব্যসহ বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।