ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িতদের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি, তবে সিসি টিভি ফুটেজে দুই যুবককে দেখা গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাগীর (২৭)। তিনি রাজধানীর ইসলামপুরে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।
স্থানীয়রা জানান, প্রকাশ্যে দিবালোকে এ ঘটনায় আমরা হতভম্ভ। এ ধরণের মৃত্যু মেনে নেওয়া যায় না। পুরো এলাকা আতঙ্কগ্রস্ত।
নিহতের স্ত্রী টিনা বলেন, ‘সকালে সাগীর দোকানে যাওয়ার জন্য প্রতিদিনের মতো বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে তাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখেছে। গিয়ে আমি নিজে লাশ দেখতে পাই। সাগীরকে কেন এইভাবে হত্যা করা হলো তা বুঝতে পারছি না। ওর তো কোনো শত্রু নেই। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, ‘যুবককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’