ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

গামিনিকে ছাঁটাই করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:০০ পিএম
গামিনি ডি সিলভা। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব পালন শেষে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে বারবার সমালোচনায় পড়েছিলেন গামিনি। বেশিরভাগ সময় টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেট প্রস্তুত করা হলেও, পিচের ব্যাটিং-বোলিং আচরণ ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে নিয়মিত।

২০১০ সালে বিসিবির দায়িত্ব নেওয়া গামিনির সঙ্গে গত জুলাইয়ে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। কিন্তু চুক্তির প্রায় নয় মাস বাকি থাকতেই তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে সম্পর্ক শেষ করলে দুই মাসের বেতন দিতে হবে। বোর্ড সে অর্থ পরিশোধ করে গামিনির দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

এরই মধ্যে গামিনিকে মিরপুর থেকে সরিয়ে রাজশাহী স্টেডিয়ামের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও তার কাজ সন্তোষজনক নয় বলে অভিযোগ রয়েছে।

গত আগস্টে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার যোগদানের পর থেকেই গামিনির সঙ্গে বোর্ডের দূরত্ব আরও বেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ।

বিসিবি সূত্র জানায়, আগামী দু-একদিনের মধ্যেই গামিনি ডি সিলভাকে ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।