ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১১:৪৯ এএম
পাকিস্তানি ব্যাটার বাবর আজম।

বাবর আজম দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলতে নেমেছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডকে সামনে রেখে। সে জন্য মাত্র ৯ রান দরকার ছিল। দীর্ঘদিন পর টি-২০ দলে ফিরে সিরিজের প্রথম ম্যাচে ডাক মারায় শীর্ষে উঠা হয়নি তার, অপেক্ষা শেষ হয়েছে গতকাল দ্বিতীয় ম্যাচে।

লাহোরে বাবর গতকাল ১১ রান করে শীর্ষস্থানটা দখলে নিয়েছেন। ১২৩ ইনিংসে তার রান এখন ৪ হাজার ২৩৪। ১২৮ দশমিক ৭৭ স্ট্রাইক ও ৩৯ দশমিক ৫৭ গড়ে ব্যাট করেছেন তিনি। ফরম্যাটটিতে তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৩৬টি হাফসেঞ্চুরি।

বাবর টপকে গেছেন রোহিত শর্মাকে, সেটাও ২৮ ইনিংস কম খেলে। ১৫১ ইনিংসে রোহিত করেছেন ৪ হাজার ২৩১ রান। এই ফরম্যাটে তিনি অবসরে গেছেন। এ ছাড়া ৪ হাজার ১৮৮ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

তার মানে দীর্ঘদিন শীর্ষস্থানটা দখলে রাখার সুযোগ পাকিস্তানি ব্যাটারের। নিকট ভবিষ্যতে তাকে ধরার সুযোগ আছে ইংল্যান্ডের জস বাটলার (১৩২ ইনিংসে ৩৮৬৯) ও পল স্টার্লিংয়ের (১৫০ ইনিংসে ৩৭১০) সামনে।

টি-টোয়েন্টিতে বাবর। অন্য দুই ফরম্যাটে শীর্ষস্থানে কে সেটা না বললেও হয়। লিটল মাস্টার শচীন টেন্ডুলকার টেস্টে ১৫ হাজার ৯২১ ও ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান করেছেন।