ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

‘আই অ্যাম নট বুড়িমা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৫৫ এএম
টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।। ছবি- সংগৃহীত

ঠোঁটকাটা, প্রতিবাদী এবং খোলামেলা ব্যক্তিত্বের জন্য সুপরিচিত টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে রীতিমতো নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, মাই নেম ইজ স্বস্তিকা মুখোপাধ্যায় এন্ড আই অ্যাম নট বুড়িমা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেন, কোনোদিন একটা সুস্থ হেডলাইন দেখলাম না, মানে নরমাল হেডলাইন। কিছু বললেই সে একটা সাধারণ মন্তব্য হলেও- ফেটে পড়লেন স্বস্তিকা, গর্জে উঠলেন স্বস্তিকা, বোমা ফাটালেন স্বস্তিকা, বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা।

তিনি লিখেন, মাই নেম ইজ স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।

এর আগে, এক সাক্ষাৎকারে একই ক্ষেপের কথা তুলে ধরেছিলেন তিনি ।

তিনি বলেন, আমি যদি গাজা নিয়ে মন্তব্য করি, খবরের কাগজে লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ বিস্ফোরণ তো আসলে সেখানেই ঘটছে। সাংবাদিকরা নিজেদের সুবিধার জন্য এসব ‘বিস্ফোরক’ বা ‘বিতর্ক’ শব্দ ব্যবহার করেন। অথচ আমার বলা কথাগুলো খুব সাধারণ, কোনো অসাধারণ কিছু নয়।