ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৫ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। এরা সবাই সাতক্ষীরা জেলার সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানান, ‘আটককৃতরা ভারতের হাকিমপুর সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক হয়েছিলেন। পরে বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিকাশ কুমার, সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল কাশেমের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।’
তিনি আরও জানান, ‘বিজিবি আটককৃতদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে যথাযথ পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।’