ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদা পারভীনের কিডনি-মস্তিষ্ক অচল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৫:১৭ পিএম
দেশবরেণ্য লালন-সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি- সংগৃহীত

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন দেশবরেণ্য লালন-সংগীতশিল্পী ফরিদা পারভীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর)  রাতে তার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.আশীষ কুমার চক্রবর্তী ।

তিনি  বলেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।ফরিদা পারভীন এখন লাইফ সাপোর্টে আছেন। তার কিডনি ও মস্তিষ্ক কাজ করছে না। ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে। 

ডা. আশীষ কুমার আরও জানান, তার হৃদস্পন্দনও অনিয়মিত। এছাড়া রক্তে সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে গেছে। বর্তমানে তিনি মাল্টি অর্গান ফেইলিউরে ভুগছেন। রক্তচাপ কম থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হয়নি। তাই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

তিনি বলেন, শিল্পীর শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বোঝা যাবে তার অবস্থার উন্নতি হচ্ছে কি না।