ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভোজ্যতেল আমদানিতে বাড়তি কর বসাল সরকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:০২ এএম
ভোজ্যতেল । ছবি- সংগৃহীত

সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এতদিন এসব ভোজ্যতেল আমদানিতে কোনো উৎসে কর ছিল না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেল, সানফ্লাওয়ার বিজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে কর ১ শতাংশ নির্ধারণ করা হলো।

এর আগে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে কোনো উৎসে কর ছিল না।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত আগস্টে সরকার পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে ১৮৯ টাকা (এক লিটার বোতল) রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সর্বশেষ সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয় করে সরকার। সে সময় প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৮৯ টাকা। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে সয়াবিন ও পাম তেল আমদানিতে আগাম কর প্রত্যাহার করেছিল এনবিআর।