ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

সিরিজ সামনে রেখে রাজশাহীর পথে বাংলাদেশের তরুণরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ১২:৫২ পিএম
সিরিজ সামনে রেখে রাজশাহীর পথে বাংলাদেশের তরুণরা ।। ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আগামীকাল (সোমবার) বাংলাদেশে পা রাখবে প্রোটিয়ারা। আসন্ন এ সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ মে) সকালে সিরিজকে সামনে রেখে রাজশাহীর উদ্দেশে মিরপুর থেকে রওনা হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে হবে।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে ২৭ মে ঢাকায়।

বাংলাদেশ ইমার্জিং দল

জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলী, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।