ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েছিল রাজস্থান রয়্যালস।
তবে, তরুণ ব্যাটসম্যান রিয়ান পরাগের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের পথে রাজস্থান রয়্যালস।
একের পর এক চার-ছক্কায় কেকেআর বোলারদের ওপর রীতিমতো ঝড় তুলছেন রিয়ান। এদিকে ইনিংসের শুরুতে উইকেট হারালেও রিয়ান উইকেটে টিকে থেকে আক্রমণাত্মক খেলা চালিয়ে যান।
রিয়ানের ব্যাট থেকে আসা প্রতিটি শটেই ছিল আত্মবিশ্বাস আর রানের ক্ষুধা। মাঠের চারদিকে দৃষ্টিনন্দন সব শট খেলে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ ১৬৪ রান।
রিয়ান পরাগ ৪১ বলে ৯২ রান করে ক্রিজে অপরাজিত আছেন। জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ২৪ বলে ৪৩ রান, হাতে আছে ৪ উইকেট।