নরসিংদীতে মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
শনিবার (০৩) গভীর রাতে শিবপুর উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম জাবের হোসেন (২৮)। তিনি ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ জাবের হোসেনকে আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাবের হোসেন (২৮) মাদকের টাকার জন্য মাকে নির্যাতন করতেন প্রায়ই। ঘটনার দিন রাতে মা শামসুন্নাহারের কাছে মাদক সেবন করার জন্য টাকা চান জাবের।
শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে জাবের হোসেন মারধোর করতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান শামসুন্নাহার।
খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শিবপুর থানার ওসি মোহাম্মদ আফজার হোসাইন বলেন, ‘জাবের তার মাকে ঘরের দরজার হাতলের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তখন সে নেশাগ্রস্ত ছিল বলে পুলিশকে জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’