নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের উদ্যোগের সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি মনে করেন, শুধু এই একটি রিপোর্ট নয়-এভাবে দেখলে সব সংস্কার কমিশনের রিপোর্টই বাতিলযোগ্য হয়ে পড়ে।
শনিবার (৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
উমামা ফাতেমা লিখেছেন, ‘জুলাইয়ের পর মেয়েদের পাশে বসিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে নারী অধিকার নিয়ে সালিশ বসেছে- হায়রে নাটক! সরকার একটি ঐকমত্য কমিশন গঠন করেছিল সংস্কার আলোচনার জন্য। সেখানে অনেক কমিশনের প্রস্তাবনায় বাস্তবায়নযোগ্যতার ঘাটতি রয়েছে। তবে রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের অগ্রাধিকার অনুযায়ী মত দিতে পারে।’
তিনি লেখেন, ‘নারী সংস্কার কমিশনের রিপোর্টে নারীদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবনার সঙ্গে দ্বিমত থাকতেই পারে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পুরো কমিশন বাতিলের দাবি আসলে উদ্দেশ্যপ্রণোদিত। পুরুষদের তুলনায় নারীদের অধিকার নিয়ে পুরুষদের মাথাব্যথাই বেশি- এটাই স্পষ্ট। যদি এই রিপোর্ট বাতিল হয়, তাহলে অন্য কমিশনের রিপোর্টও প্রশ্নবিদ্ধ হবে।’
নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উমামা বলেন, ‘নারীরা কোনো বস্তু নয় যে গদি সুরক্ষার পর তাদের রান্নাঘরে পাঠানো যাবে। অভ্যুত্থানের পর দেশের অর্ধেক জনগণের অধিকার যারা ঝামেলা মনে করে, তাদের রাজনীতির ধরন নিয়েই প্রশ্ন থাকা উচিত।’
উমামা আরও বলেন, ‘নারীদের অধিকার ও সুযোগ-সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মূলধারায় টিকে থাকতে পারবে না। জুলাই অভ্যুত্থানেই সেটি স্পষ্ট হয়েছে। শুধু স্টেজে গলা চড়িয়ে বা চোখ রাঙিয়ে নারীদের প্রান্তিক করা যাবে না।’