মালয়েশিয়ায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে দেশটির শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার (১৩ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরে ইউকেএম অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে তিনি গ্রহণ করেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ।
দিনের শুরুতে অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ।
ইউকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা ধারণা বিশ্বব্যাপী প্রসার ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রফেসর ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। তারা মনে করে, তার উদ্ভাবনী উদ্যোগ শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা শুধু একটি অর্থনৈতিক মডেল নয়, এটি মানুষের জীবন বদলে দেওয়ার এক কার্যকর হাতিয়ার। তিনি তরুণ প্রজন্মকে নতুন ভাবনা ও উদ্ভাবনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, ইউকেএম-এর শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে ছবি তোলেন অনেকে এবং তার কাছ থেকে স্বাক্ষর নেন শিক্ষার্থীরা।