ভৈরবে চালের কুঁড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে র্যাব। এ সময় ট্রাকচালক ইউসুফ আলিকে (৩৩) ট্রাকসহ আটক করা হয়। উদ্ধার করা হয় ২৪০ বস্তা জিরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ভৈরব র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
এর আগে একই দিন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে জিরা ভর্তি বস্তাগুলো উদ্ধার করা হয়।
আটক চালক ইউসুফ আলি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে।
রাতেই আইনি প্রক্রিয়া শেষে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৪০ হাজার টাকা।



