ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফোনে মিলল ‘সাংগঠনিক কার্যক্রমের তথ্য’, যুবলীগের মিজান গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৯:১১ এএম
রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মিজান। ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটি শহরে ‘বিশেষ অভিযান’ চালিয়ে জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মিজানকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বনরূপা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিজান রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি এবং স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

পুলিশের দাবি, মিজান গ্রেপ্তারের আগমুহূর্ত পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। তার মোবাইল ফোন বিশ্লেষণে এসব তথ্য মিলেছে।

কোতয়ালি থানা সূত্র জানায়, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। তার আয়ের উৎস নিয়েও একটি সংস্থা অনুসন্ধান করছে। 

অভিযোগ রয়েছে, তিনি সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর সঙ্গে যোগসাজশে বনরূপার হ্যাপীর মোড় এলাকায় ডেবার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন এবং অবৈধ অর্থ বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করেছেন।

স্থানীয় সূত্রের দাবি, একসময় পালিশ মিস্ত্রি হিসেবে পরিচিত মিজান আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখল সিন্ডিকেটে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক হওয়ার আগে মিজান পাসপোর্ট ও ভিসা করে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। তার মোবাইল থেকে সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতির সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণও মিলেছে।