ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বানারঘাট্টা উদ্যানে চিতাবাঘের হামলায় পর্যটক আহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৬:২৬ এএম

বানারঘাট্টা জাতীয় উদ্যানে সাফারি চলাকালে পর্যটকবাহী একটি বাসে চিতাবাঘের হামলায় এক নারী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের এই উদ্যানে সাফারি বাসটিতে ১২ জনের বেশি পর্যটক ছিলেন। জঙ্গলের ভেতর দিয়ে চলার সময় হঠাৎ বাসের সামনে এসে দাঁড়ায় একটি চিতাবাঘ। বাসচালক সঙ্গে সঙ্গে গাড়ি থামান। কিছুক্ষণ বাসের চারদিকে ঘোরাফেরা করার পর হঠাৎ জানালার দিকে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। সেই সময় জানালার পাশে বসা এক নারী পর্যটকের হাতে থাবা বসায় এবং তাঁর কাপড় ধরে টান দেয়। এতে বাসে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

বাসের জানালার বাইরে থাকা লোহার গ্রিলের কারণে চিতাবাঘটি ভিতরে ঢুকতে পারেনি, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। পরে জানালা বন্ধ করে দিলে চিতাবাঘটি সরে যায়। আহত নারী পর্যটক চেন্নাই থেকে পরিবার নিয়ে কর্ণাটকে ঘুরতে এসেছিলেন। তিনি বর্তমানে সুস্থ আছেন।

ঘটনার ভিডিওটি সাংবাদিক এলিজাবেথ কুরিয়ান এক্স প্ল্যাটফর্মে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই চিতাবাঘের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন; কেউ লিখেছেন, ‘অবিশ্বাস্য দ্রুততা! ভাগ্যক্রমে বড় ধরনের ক্ষতি হয়নি।’

এই ঘটনাকে কেন্দ্র করে বন্যপ্রাণী পর্যটনে নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষ–প্রাণীর মিথস্ক্রিয়ার সীমা কোথায় হওয়া উচিত- তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।