ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আজ নির্মাতা অমিতাভ রেজার বিয়ে, পাত্রী কে?

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৬:১৮ এএম
নির্মাতা অমিতাভ রেজা ও হবু স্ত্রী মুশফিকা মাসুদ

চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন। তৃতীয়বারের মতো তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বিষয়টি তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে নিউইয়র্কেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে তাদের বিয়ের অনুষ্ঠান।

অমিতাভ রেজার হবু স্ত্রীর নাম মুশফিকা মাসুদ। তিনি চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করার পর তিনি যুক্তরাষ্ট্রের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা ও ব্রুকলিন কলেজে চলচ্চিত্রে উচ্চশিক্ষা নেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য অ্যানিভার্সারি সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার পেয়েছে।

গত মাসে অমিতাভ রেজা তার ফেসবুক পেজে মুশফিকার সঙ্গে একটি ছবি পোস্ট করলে গুঞ্জন শুরু হয়। যদিও তখন বিষয়টি নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলেননি, তবে ছবির পর তাঁদের সম্পর্ক নিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেকেই।

এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। দুই সম্পর্কই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। নতুন অধ্যায়ে মুশফিকা মাসুদকেই সঙ্গী হিসেবে পাচ্ছেন এই নির্মাতা।