ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব’। সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠন। সহ-আয়োজক হিসেবে রয়েছে ডাকসু।
শুক্রবার সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জসীম উদ্দিন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোহাম্মদ সাইদুল আরেফিন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাশার, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মাদ, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং সদস্যসচিব ফাতেমা বিনতে মুস্তফা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের দক্ষতা, সৃজনশীলতা, সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যেই ‘তারুণ্যের উৎসব’। দিনভর থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, বৃক্ষরোপণ, ক্লিন ক্যাম্পেইনসহ নানা আয়োজন।
এ ছাড়া বছরজুড়ে তরুণদের অংশগ্রহণে আয়োজন করা হবে নেতৃত্ব ও স্বেচ্ছাসেবাবিষয়ক প্রশিক্ষণ, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কর্মশালা, পুষ্টি অলিম্পিয়াড, বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কার্যক্রম, নাগরিক দায়িত্ববিষয়ক সচেতনতা, উদ্যোক্তা ও কর্মসংস্থানবিষয়ক কর্মশালা, মানসিক স্বাস্থ্য সেশন, পরিবেশ সচেতনতা কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

