ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৩২ পিএম
ছবি- সংগৃহীত

প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল রুশ যুদ্ধবিমান সুখোই। বৃহস্পতিবার এঘটনায় মৃত্যু হয়েছে দু’জন পাইলটের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে খবরটি নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম রাশিয়ার কারেলিয়া অঞ্চলে রুশ বিমানবাহিনীর সু-৩০ যুদ্ধবিমানটি উড়ছিল। ভেতরে ছিলেন দু’জন পাইলট। তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টা নাগাদ সেটি একটি জঙ্গলের ভেতর ভেঙে পড়ে। কিন্তু কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। যেহেতু জঙ্গলের ভেতর জনমানবহীন এলাকায় বিমানটি ভেঙে পড়ে তাই সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটি ভেঙে পড়ার পরই সেটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’জন পাইলটই প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তাদের ভুলেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।