যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত
আগস্ট ২৫, ২০২৫, ০৫:৫৮ পিএম
যুক্তরাজ্যের আইল অব ওয়াইটের সমুদ্রতীরবর্তী রিসোর্ট শহর ভেন্টনোরের কাছে একটি মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এতে গুরুতর আহত একজনকে দ্রুত আরেকটি হেলিকপ্টারে করে বড় ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। খবর রয়টার্স।
হ্যাম্পশায়ার এবং আইল অব ওয়াইট কনস্টাবুলারি জানিয়েছে, সোমবার বিকেলের দিকে হেলিকপ্টারটি ভেন্টনোরের কাছে পতিত...