পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে বহু হতাহতের ঘটনায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। স্থানীয় সময় শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানান, প্রাদেশিক সরকারের একটি এমআই-১৭ হেলিকপ্টার বাজাউরের দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণসামগ্রী বহন করছিল। বৈরি আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মোহমান্ড জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই পাইলটসহ পাঁচ ক্রু নিহত হয়েছেন।
ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শুক্রবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রায় দেড়শ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্যাদুর্গত বুনের জেলায় মারা গেছেন ৭৮ জন।
প্রতিবেদনে বলা হয়, বুনের জেলার গ্রামগুলোতে বন্যার তাণ্ডবে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় বহু মানুষ আহত হয়েছেন। এরই মধ্যে এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে, উদ্ধারকারীরা পার্বত্য মানসেহরা জেলায় আটকে পড়া ১ হাজার ৩০০ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন। গত বৃহস্পতিবার এই জেলায় ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এসব এলাকায় অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান-অধ্যুষিত কাশ্মীরে আরও নয়জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন