ইউক্রেনে রাতভর রাশিয়ান হামলায় নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, ৪৭০ ড্রোন ও ৪৭ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। একে রাশিয়ার ‘নির্লজ্জ হামলা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের তিনটি জেলায় রাশিয়ার এসব হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা যায়। অনলাইনে ছড়িয়ে পড়া হামলার ভিডিওতে দেখা যায়, খারকিভের অনেক দালান ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে, রাশিয়ান হামলায় দেশটির বিভিন্ন শহরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে, যা সামনের দিনগুলোতে আরও তীব্র আকার ধারণ করতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন