ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আক্কেলপুরে নারীসহ তিন মাদকসেবীর জেল ও জরিমানা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:৪৮ পিএম
দুই নারীসহ তিনজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ দুই নারীসহ তিনজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঁচারিপাড়া, রায়কালি ও বেগুনবাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলমের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিকের সহযোগিতায় অভিযান চালানো হয়।

অভিযানকালে কাঁচারিপাড়া এলাকার মোছা. জহুরা বেগম (২৯), রায়কালি গ্রামের শ্রী নির্মল (৫১) ও খামারকেশবপুর গ্রামের আব্দুস সালাম (৪৫)-এর কাছ থেকে ২০০ মিলিলিটার চোলাই মদ, ১০ গ্রাম গাঁজা এবং একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে রাত ৮টায় ভ্রাম্যমাণ আদালতে মোছা. জহুরা বেগমকে তিন দিনের, শ্রী নির্মলকে দুই মাসের এবং আব্দুস সালামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম জানান, মাদক সেবনকালে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদকমুক্ত উপজেলা গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।