ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মেঘালয়ে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৯:২০ এএম
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য। ছবি- সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যে সীমান্ত অতিক্রম করে অপহরণ চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিহত বাংলাদেশির নাম আকরাম। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খাসি হিলসের কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে আটক করেন। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, সোমবার অন্তত আট বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের স্থানীয় এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন তারা। পরে গ্রামবাসী প্রতিরোধ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক ও মারধর করা হয়।

পুলিশ বলছে, আকরাম রোংদাংগাই গ্রাম থেকে এক স্থানীয় বাসিন্দাকে অপহরণের চেষ্টার ঘটনায় ধরা পড়া ষষ্ঠ ব্যক্তি।

তাদের কাছ থেকে একটি রিভলভার, বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট ও একটি ম্যাগজিন-বাক্স জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার বানরাপ জিরওয়া।

এরই মধ্যে গ্রেপ্তার তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।