রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতিকে ‘নাটক’ বলে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। কিন্তু কিয়েভ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। তবে ওই সাক্ষাৎকার শনিবার পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞা ছিল।
জেলনস্কি বলেছেন, ‘এটা তার একটা “নাটুকেপনা”। কারণ দুই বা তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করা যায় না।’
তিনি বলেন, ‘আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মের অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন।’ ওই দিন রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদ্যাপনে কিছু বিদেশি নেতা মস্কো সফরে যাচ্ছেন।
ইউক্রেন মনে করে, রাশিয়ার এই প্রস্তাব আসলে কিয়েভকে ৯ মের অনুষ্ঠানে মস্কোতে হামলা না করতে বাধ্য করার কৌশল। এদিন রেড স্কয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ ও পুতিনের ভাষণ অনুষ্ঠিত হবে। ইউক্রেন যুদ্ধ চলাকালে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে কিয়েভ।
দায় নিতে পারব না
ক্রেমলিন জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ প্রায় ২০টি দেশের নেতা এ বছরের বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।
জেলেনস্কি বলেন, কিছু দেশ ইউক্রেনকে জানিয়েছে, তারা রাশিয়া যাচ্ছে এবং নিরাপত্তা চেয়েছে। ‘আমাদের অবস্থান খুবই সরল—৯ মে যারা রাশিয়ায় যাচ্ছে বা যাবে, আমরা রুশ ভূখণ্ডে যা ঘটবে তার কোনো দায় নিতে পারি না।’
তিনি বলেন, ‘তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাশিয়ার। রাশিয়া নিজেই আগুন, বিস্ফোরণ ইত্যাদি ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাতে পারে।’
রুশ কর্মকর্তারা এবারের বিজয় দিবসে জাঁকজমকপূর্ণ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এই উপলক্ষে পুতিন সেনাদের জন্য সমর্থন আদায়ে একটি বার্তা দেবেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। যদিও যুক্তরাষ্ট্র তিন বছর ধরে চলা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।