স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কার্লো আনচেলত্তি! সম্প্রতি এমন গুঞ্জনে সরব রয়েছে ফুটবলাঙ্গন। রিয়াল ছেড়ে কার্লো ব্রাজিল দলের দায়িত্ব নেবেন, এমনকি এ নিয়ে এরই মধ্যে ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিবিএফের সাথে তার চুক্তিও সম্পন্ন হয়ে গেছে এমনও বলছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
তবে এসব নিয়ে একেবারেই ভাবতে চান না এই ইতালিয়ান কোচ। লা লিগা শেষের আগে অন্য কিছু নিয়ে কথা বলতে নারাজ তিনি।
এদিকে গুঞ্জন আছে লা লিগা মৌসুম শেষ হলেই আনচেলত্তিকে বিদায় জানিয়ে দেবে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও স্প্যানিশ সুপার কোপা এবং কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে লস বাঙ্কোসরা।
এমন পরিস্থিতিতে চলতি মৌসুমে একমাত্র লা লিগা জেতার সুযোগ আছে দলটির কাছে। সেখানেও টেবিল টপার বার্সার থেকে ৭ পয়েন্টে পিছিয়ে আছে আনচেলত্তি বাহিনী। ফলে শিরোপা দৌড়ে টিকে থাকতে রোববার (৪ মে) সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের জন্য।
তাই আপাতত ক্লাবে তার ভবিষ্যৎ এবং ব্রাজিলে যাওয়া প্রসঙ্গে কোনো কথাই বলতে চাইলেন না কার্লো।
তিনি জানান, ‘আমি পরিষ্কার করতে পারি। এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়।’
আনচেলত্তি আরও বলেন, ‘আগামী ২৫ মের পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।’