ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

কুমিল্লায় ৫ কেজি গাঁজাসহ আটক ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:২১ পিএম
মো. সুমন মিয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন থেকে তাকে আটক করে র‌্যাব।  

রোববার (৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

আটক ব্যক্তি উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সুমন মিয়া।   

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ মে) রাতে পূর্ব কাশিপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।

এ সময় মো. সুমন মিয়ার কাছে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।   

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুমন মিয়া দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবে।

আটক সুমন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।