ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

গাজীপুরে আ.লীগের ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:৪৭ পিএম
কোলাজ ছবি

ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২২৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

শনিবার (৩ মে) জিএমপি কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন রাজশাহীর মোহনপুর থানার শিয়ালকোলা গ্রামের বাবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে।’

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি), বাসন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হিরা সরকার, বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিব সরকার, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত বাবু, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি রহমান, কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খলিলুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিল্পী আক্তার প্রমুখ।