ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুদকের অভিযান

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজার অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টেন্ডারবাজি, বদলি, নিয়োগ ও পদায়ন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন। 

রোববার (৪ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন। সংস্থা্টির ঊর্ধ্বতন একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবী, রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান ট্রেজারার আমিনুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও পরিচালক ইমাম জাফর সিকদারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

সেই অভিযোগের সূত্র ধরে এই অভিযান চালিয়েছে দুদক।