অভিষেকের পরই ক্রিকেট বিশ্বে নিজের আগমণী বার্তা দিয়েছিলেন বিরাট কোহলি। স্বীকৃত ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এমনকি স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন কোনো কোনো ক্ষেত্রে।
এবার নতুন এক রেকর্ড নিজের করে নিলেন ভারতের এই তারকা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে একটি দলের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর অনন্য কীর্তি গড়েছেন বিরাট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে মাঠ মাতাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। শনিবার (৩ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫টি ছক্কা হাঁকান তিনি। এতে আরসিবির হয়ে এই তারকার ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩০৪টিতে। এতেই ইতিহাসের পাতায় নাম ওঠে তার।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন আরসিবির আরেক তারকা, ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ইউনিভার্স বস খ্যাত এই বিধ্বংসী ব্যাটার হাঁকিয়েছেন ২৬৩টি ছক্কা। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত শর্মার ছক্কা ২৬২টি।
এদিন ছক্কা হাঁকানোর আরেকটি রেকর্ডও গড়েন কোহলি। কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও এখন তার দখলেই। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৫৪টি ছক্কা হাঁকিয়েছেন কোহলি।