ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

এবার দেখা যাবে ‘প্যারিস বনাম প্যারিস’ লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ফ্রান্সের ক্লাব ফুটবলের বড় নাম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বিগত কয়েক বছর থেকেই ফরাসি ফুটবলে একচ্ছত্র রাজত্ব চালাচ্ছে প্যারিসের এই ক্লাবটি। তবে ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব প্যারিস এফসির। দীর্ঘ বছর যাবত তারা দেশের শীর্ষ লিগে খেলতে পারেনি। তবে সে অপেক্ষার অবসান ঘটল।

দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ ‘লিগ আঁ’-তে জায়গা করে নিয়েছে প্যারিস এফসি। যা ফরাসি ফুটবলের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্যারিসের দুটি ক্লাব পিএসজি ও প্যারিস এফসি প্রথমবারের মতো একই মৌসুমে লিগ আঁ-তে মুখোমুখি হতে যাচ্ছে।

শুক্রবার (২ মে) লিগ-২ প্রতিযোগিতায় মার্তিগের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্যারিস এফসি। এতে ৩৩ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্লাবটি। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লরিয়ঁ। এই দুই দলই সরাসরি লিগ আঁ-তে উন্নীত হচ্ছে।

সবশেষ ১৯৭৮-৭৯ মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগে খেলেছিল প্যারিস এফসি। এরপর দীর্ঘ সময় দেশের দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগে কাটিয়েছে দলটি। অবশেষে বহু চেষ্টার পর আবার শীর্ষ লিগে সুযোগ পেয়েছে ঐতিহ্যবাহী এ ক্লাবটি।

প্যারিস এফসি এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তারা তাদের হোম গ্রাউন্ড শার্লেটি স্টেডিয়াম থেকে স্টেড জিন-বোইন-এ স্থানান্তর করবে, যা পিএসজির হোম ভেন্যু পার্ক দে প্রিন্সেসের ঠিক বিপরীত পাশে অবস্থিত। এবং এর দূরত্ব মাত্র ৫০ মিটার। ফলে ‘প্যারিস ডার্বি’র উত্তেজনা আরও তীব্র ও রোমাঞ্চকর হবে এটা বলাই যায়।