ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

দেশে ফিরছেন খালেদা জিয়া চাঙ্গা বিএনপির নেতাকর্মীরা

এফ এ শাহেদ
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১১:৩২ পিএম
বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

আগামীকাল সোমবার (৫ মে) কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন বলে জানা গেছে।

এদিকে দলীয় প্রধানের সিলেট আগমন উপলক্ষে সব স্তরের নেতাকর্মীকে ওইদিন সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে নির্দেশনা দিয়েছে বিএনপি। চিকিৎসা শেষে দলীয় নেত্রী দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ করা যাচ্ছে। বেগম জিয়াকে স্বাগত জানাতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে দ্যা লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গেলো ২৫ জানুয়ারি বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয় খালেদা জিয়াকে। বাসায় থেকেই চলে তার শারীরিক চিকিৎসা। যুক্তরাজ্যে অবস্থান করে অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার দিন-তারিখ নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও তা অবসান ঘটিয়ে আগামী ৫ মে দেশে দেশে ফিরছেন তিনি। 

সব স্তরের নেতাকর্মীকে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স করে আগামীকাল সোমবার বাংলাদেশে আসবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার নিশ্চিত কওে বলেন, লন্ডন থেকে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমানটি ছাড়বে। পৌঁছবে সোমবার সকাল ৯টা ২০ মিনিটে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর পাঠানো যৌথ বিবৃতিতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিজ নিজ ব্যানার সহকারে সকাল ৮টার মধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ তার ফেসবুকে জানান, আগামী ৫ মে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৯টায় সিলেট উসমানী বিমান বন্দরে অবতরণ করবেন। সোমবার সকাল ৯টায় বিমানবন্দরে নেতাকর্মী ও সমর্থক নিয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রথমবারের মতো ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটজুড়ে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা।

স্থানীয় বিএনপি জানিয়েছে, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। বিমানবন্দরে অবস্থানকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তাঁরা উপস্থিত নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন এবং খালেদা জিয়ার বার্তা পৌঁছে দেবেন।

নিরাপত্তা জোরদার; সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা ব্যবস্থা। এর আগে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে ফেরার কথা ছিল সেই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা ছিল এমন দুই কেবিন ক্রুকে শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন, আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোন। বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন ঢাকায়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতারে আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স করে আগামীকাল সোমবার বাংলাদেশে আসবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ৯টায় প্রথমে বেগম জিয়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এরপর তিনি ঢাকায় ফিরবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সিলেট হয়ে খালেদা জিয়ার ঢাকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁরই দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা দেবেন নেতাকর্মীরা: ফখরুল

গতকাল শনিবার গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথসভা শেষে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা দেবেন নেতাকর্মীরা। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে। এ সময় বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালে খালেদা জিয়া গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।

এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধ যুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া।