ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

হামলার শঙ্কা পাকিস্তানের, প্রস্তুত হচ্ছে ভারত

আরিয়ান স্ট্যালিন
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৬:২৯ এএম
ছবিঃ রূপালী বাংলাদেশ

পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা (পিআইএ) স্কার্দু ও গিলগিটগামী ১০টি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইটের সময়সূচি থেকে জানা গেছে, করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ইসলামাবাদ থেকে স্কার্দুগামী আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ইসলামাবাদ-গিলগিট রুটে চারটি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ইসলামাবাদ থেকে একটি বেসরকারি বিমান সংস্থার স্কার্দুগামী দুটি ফ্লাইটও অনিশ্চিত। বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। সে সময় অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। ডনের খবরে বলা হয়, ভারত কোনো প্রমাণ না দিয়েই হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ বিষয়ে বুধবার সকালে তিনি বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই চড়ে যুদ্ধের দিকে গড়াচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা এঁটেছে ভারত। এই খবর নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়েছে তারা। যদিও এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেনি পাকিস্তান। ভারত সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে নয়াদিল্লি অভিযোগ করেছে, জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলি চালিয়ে যুদ্ধের উসকানি দিয়ে যাচ্ছে পাকিস্তান। সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। ভারতের সেনাবাহিনী বলেছে, গত মঙ্গলবার মধ্যরাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো দেশ দুটির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। ভারতের সেনাবাহিনী বলছে, গতকাল মধ্যরাতে একাধিক পাকিস্তানি সেনাচৌকি থেকে ‘বিনা উসকানিতে’ গুলি চালানো হয়েছে। ভারত এর জবাব দিয়েছে। তবে এ ঘটনায় বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স, তবে সাড়া পাওয়া যায়নি। পাকিস্তানের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’-এ রাখা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) সূত্র জানিয়েছে, ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা যেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইনের ফ্লাইটের ওপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। যদিও পাকিস্তানে এখনো ভারতীয় বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলোও তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। এ ছাড়া লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির সব প্রধান বিমানবন্দরে বিমান নিয়ন্ত্রকদের (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।  

এদিকে কাশ্মীরের পেহেলগামকাণ্ডের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের (এনএসএবি) খোলনলচে বদলে দিল নরেন্দ্র মোদির সরকার। বুধবার ওই পর্ষদের শীর্ষে বসানো হলো ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক যোশিকে। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন র-এর প্রধান। পেহেলগামকাণ্ডে ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দীর্ঘ সাত বছর পর এনএসএবি পুনর্গঠন করা হলো। এই বোর্ডের বাকি ছয় সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। পিটিআই ও এএনআই সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলের সাবেক এয়ার কমান্ডার এয়ার মার্শাল পি এম সিনহা, দক্ষিণাঞ্চলের সাবেক সেনা কমান্ডার লে. জেনারেল এ কে সিং এবং সাবেক রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না নবগঠিত বোর্ডের সদস্য হয়েছেন। সশস্ত্র বাহিনীর সাবেক এই তিন কর্তার পাশাপাশি নবগঠিত এনএসএবির সদস্য করা হয়েছে ভারতীয় পুলিশ সার্ভিস কমিশনের দুই সাবেক কর্তা রাজীব রঞ্জন ভার্মা ও মনমোহন সিংকে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের খবর বার্তা সংস্থা পিটিআই ও এএনআই জানায়।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে নয়াদিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। ভারত-পাকিস্তান উত্তেজনা চলার মধ্যে গত মঙ্গলবার আলাদাভাবে এ দুই নেতার সঙ্গে কথা বলেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন। স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মর্মান্তিক পরিণতি হতে পারে এমন কোনো সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে তিনি তার পক্ষ থেকে সৌহার্দপূর্ণ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

নতুন করে কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে।’ ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ দেয়নি।
 
বিজেপি সরকারের হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে প্রাসঙ্গিক হয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে দাবি উঠেছে পাকিস্তানের এই ক্রান্তিলগ্নে জাতীয় স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে ইমরান খানকে মুক্তি দেওয়া নিয়েও। এদিকে কারাগারে থাকাবস্থায়ই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির আগ্রাসন ও যুদ্ধপ্রবণ মনোভাবের নিন্দা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, মোদির আগ্রাসন ও তাদের শত্রুতা পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক মামলায় বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আটক আছেন পাকিস্তানের আলোচিত এই রাজনীতিবিদ। সেখান থেকেই মোদি ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন তিনি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মরিয়াম নওয়াজ বলেছেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় কোনো শত্রু দেশে আক্রমণের সাহস করবে না। তিনি বলেন, আজ পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। 

ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দেভাল, চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দিভেদি, বিমানপ্রধান এয়ার মার্শাল এপি সিং এবং নৌপ্রধান অ্যাডমিরাল দিনেশ ত্রিপাঠির সঙ্গে বৈঠকে মোদি এ নির্দেশ দেন। 

ভারতে ফিরেছেন ১৩৭৬ নাগরিক, পাকিস্তানে ৭৮৬

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে গত ২৪ এপ্রিল থেকে এ পর্যন্ত আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ১ হাজার ৩৭৬ ভারতীয় নাগরিক ফিরে এসেছে। তারা এতদিন পাকিস্তানে অবস্থান করছিল। অন্যদিকে ভারত থেকে ৭৮৬ জন পাকিস্তানি দেশে ফিরে গেছে। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।