ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

‘মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০১:০৮ পিএম
নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) খালেদুল রহমান। ছবি : সংগৃহীত

রাখাইন রাজ্যে মানবিক করিডর চালুর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) খালেদুল রহমান।

রোববার (৪ মে) রাজধানীতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তার করিডর চালুর বিষয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে এর সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি বা সমঝোতা নেই। জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে এবং এর মাধ্যমে শুধু ত্রাণ ও খাদ্য সরবরাহ করা হবে, কোনো অস্ত্র নয়।’

তিনি আরও বলেন, ‘এই যোগাযোগের উদ্দেশ্য রাখাইনে একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করা, যাতে সাধারণ মানুষ সহায়তা পেতে পারে। বাংলাদেশ সবসময় মিয়ানমারের সার্বভৌমত্বকে সম্মান করে এবং দেশটিকে অস্থিতিশীল করার কোনো অভিপ্রায় আমাদের নেই।’

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ‘রোহিঙ্গারা অবশ্যই মিয়ানমারে ফিরে যাবে। যদিও এটি একটি জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তবে সরকার প্রত্যাবাসন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।’