ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

মাগুরায় দাওয়াত খেতে এসে মার খেলেন আ.লীগ নেতা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৯:০০ এএম
মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবু। ছবি: সংগৃহীত

দাওয়াত খেতে এসে বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবু। এদিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তাদের সামনে ওই নেতার ওপর দ্বিতীয় দফায় হামলা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে পৌরসভার ভিটাসাইর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘শুক্রবার মাগুরা শহরের কসমেটিক ব্যবসায়ী রাজু মোল্যার ছেলে হামজার সুন্নতে খতনা উপলক্ষে ভিটাসাইর গ্রামের বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়। মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবুকে সেখানে নিমন্ত্রণ জানানো হয়। দুপুর ২টার দিকে  বাবু মীর ওই বাড়িতে পৌঁছালে তার ওপর হামলার ঘটনা ঘটে। ধারালো দা, লাঠি দিয়ে তার ওপর হামলা চালানো হয়। ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার হাত এবং পিঠে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।’

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘২০১৮ সালের সংসদ নির্বাচনের দিন বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে নির্বাচনি কাজে অংশ নেওয়ায় ভিটাসাইর গ্রামের স্কুলের সামনে তৎকালীন কাউন্সিলর বাবু মীরের নেতৃত্বে তার লোকজন ভিটাসাইর গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে মাগুরা জেলা যুবদল যুগ্ম সম্পাদক হাসান বিশ্বাসের ওপর হামলা চালায়। পরে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। যার ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটেছে।’

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাবেক কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবুকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’