চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত করল ইরান ও যুক্তরাষ্ট্র।
শনিবার (৩ মে) ইতালির রোমে বৈঠকের কথা থাকলেও, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর মতপার্থক্যের কারণে আলোচনার সূচি আপাতত বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান।
ইতোমধ্যে দুই দেশের মধ্যে তিন দফা পরমাণু আলোচনা সম্পন্ন হয়েছে। তবে, ইরান অভিযোগ করেছে, আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে কূটনৈতিক পরিবেশকে জটিল করে তুলেছে।
তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘যৌক্তিক ও কৌশলগত কারণে মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে উভয়পক্ষ সম্মত হয়ে রোমের বৈঠক স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হবে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হওয়ার পর।’
আলোচনার প্রাথমিকভাবে নতুন তারিখ ৩ মে নির্ধারিত থাকলেও, এখন সেটিও অনিশ্চিত। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পক্ষ আলোচনায় আগ্রহী থাকলেও, যুক্তরাষ্ট্রের আচরণ ও অবস্থানের কারণে বৈঠকের পরিবেশ অনুকূল নয়।
এরই মধ্যে আলোচনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
গত বুধবার ওয়াশিংটন একাধিক ইরানি জ্বালানি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একধাপ এগিয়ে হুমকি দেন- ‘যেসব দেশ ইরান থেকে জ্বালানি কিনবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে।’
এ ঘোষণার পরেই আলোচনা স্থগিতের ঘোষণা আসে ইরানের পক্ষ থেকে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ পরমাণু সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাকে আরও দুর্বল করে তুলছে।
যুক্তরাষ্ট্রের তরফে চতুর্থ দফা আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্র। ফলে আলোচনার ভবিষ্যৎ দিকনির্দেশনা এখন পুরোপুরি অনিশ্চিত।
তবে, পরমাণু ইস্যুতে উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক সমাধানের আশা এখনো ফুরিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ওমান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারীরা।