ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

আসছে বাংলাদেশ মলম পার্টি

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ছবি ও বার্তা পোস্ট করে সচেতনতার ‘আলো’ ছড়িয়ে দেওয়া ‘সচেতনতার ফেরিওয়ালা’ খ্যাত সাঈদ রিমন এবার নতুন উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন।

তিনি অসাম্প্রদায়িক চেতনায় ‘বাংলাদেশ মলম পার্টি (বামপা)’ নামের একটি দল ঘোষণার মজার পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি ‘দল-মত নির্বিশেষে সম আচরণের প্রত্যয়ে’ সবাইকে এ দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিমন এ ব্যতিক্রম ও রসাত্মক পোস্টারটি শেয়ার করেন।

পোস্টারে ‘বামপা’র কার্যক্রমের ঠিকানা হাস্যরসের ছলে উল্লেখ করা হয়েছে: ‘বক্তৃতা বিকালে... (বামপা) প্রধান কার্যালয়, জায়গামতো, বাজার রোড, ধর্মতলা, বরগুনা... পার্টির চেয়ারম্যানের শ্বশুরবাড়ি... আন্তর্জাতিক কার্যালয়, রিমন মনজিল, পিটিআই সড়ক, বরগুনা।’

পোস্টারটি শেয়ার হওয়ার পর থেকেই এটি ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিনন্দন জানিয়েছেন, কেউ মজা করে শাখা কমিটির সভাপতির পদও চাইছেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে সাঈদ রিমন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি—মলম পার্টির অপকর্ম থেকে শুরু করে সমাজের নানা অসংগতি নিয়ে কাজ করছি। সাম্প্রতিক সময়ে দেশে নতুন নতুন দল গঠনের প্রবণতা মজার ছলে তুলে ধরতেই এই পোস্টার তৈরি করেছি। আমার উদ্দেশ্য সহজ—হাস্যরসের মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘অনেকে পোস্টারটি দেখে হয়তো হাসবেন, কিন্তু এর মাধ্যমে আমি একটি বড় বার্তা দিতে চেয়েছি। আমাদের সমাজে যেকোনো অযাচিত ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়ার প্রবণতা আছে। মজা করেও যদি মানুষ একটু চিন্তা করতে শুরু করে, তাহলেই আমার প্রচেষ্টা সফল।’

রিমনের এ উদ্যোগকে অনেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধির ভিন্নধর্মী ও সৃজনশীল মাধ্যম হিসেবে দেখছেন।
 
উল্লেখ্য, সাঈদ রিমন একটি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নর্দান বিশ্ববিদ্যালয়ে বস্ত্র প্রকৌশল বিভাগে শিক্ষকতাও করছেন।

প্রায় ১৭ বছর ধরে তিনি ব্যক্তি উদ্যোগে অপরাধমূলক কর্মকাণ্ড ও মানবিক বিষয়গুলো নিয়ে কাজ করে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলছেন।