ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

কুষ্টিয়ায় যুবলীগ নেতা রফিক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৯:৪১ পিএম
এস এম রফিককে গ্রেপ্তার করে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (১ মে) রাতে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ রাত ১০টার দিকে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে কুমারখালী থানায় পাওয়া যায়।

গত ৯ ফেব্রুয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় রফিককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, নাশকতা মামলার আসামি রফিককে স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়।