ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৯:৪৫ এএম
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে চড়ে দেশে ফিরবেন বেগম জিয়া। সঙ্গে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সোমবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তারপর সেখান থেকে ঢাকায় আসবেন তিনি।

বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয়। বিএনপি চেয়ারপার্সনের কাছে প্রস্তাবটি পৌঁছালে তিনি বিমানটিতে অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তা নাকচ করে দেন।

উল্লেখ্য, আগামী ৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে।