ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

নতুন কর্মসূচি ঘোষণা করল হেফাজত 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০২:৪৯ পিএম
হেফাজতে ইসলামের মহাসমাবেশ। ছবি: সংগৃহীত

নারীদের অধিকার আদায় ও নিশ্চিতের লক্ষ্যে চলতি মাসের ২৩ তারিখ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতারা। 

বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। 

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে ‘গণহত্যা’র বিচার নিয়ে বক্তারা বলেন, মামলা প্রত্যাহার পিছিয়ে গেলে নির্বাচনের পর নতুন যে সরকার ক্ষমতায় আসবে, তারা এসব মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। 

এর আগে, শনিবার সকাল ৯টা থেকে ৪ দফা দাবিতে মহাসমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম। সমাবেশ সফল করতে ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতা-কর্মীরা। সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে ব্যাপক সমাগম ঘটে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দেন।

হেফাজতের চার দফা দাবি—

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা। 
২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। 
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে। 
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা এবং নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।