ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

কসবা-আখাউড়াকে শান্তির জনপদে পরিণত করব: আতাউর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:৩৬ পিএম
কসবা পশ্চিম ইউনিয়ন জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আতাউর রহমান সরকার। ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, বিগত ৫৪ বছরে অপরাজনীতি, তরুণদের হাতে মাদক তুলে দেওয়া, কিশোর গ্যাং ও জমি দখলবাজির কারণে সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তা দূর করে সকলকে ঐক্যবদ্ধ করে কসবা-আখাউড়াকে শান্তির জনপদে পরিণত করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, ইনশাআল্লাহ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় কসবা পশ্চিম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আমির সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া-৪ আসনের পরিচালনা কমিটির পরিচালক কাজী সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আমির দ্বীন ইসলাম ভুঁইয়া, কসবা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী। বক্তব্য রাখেন সাবেক জেলা শিবির সভাপতি হাফেজ নুরুল আমিন, অধ্যাপক হাফিজুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, জামায়াত সমৃদ্ধ দেশ গড়ার রাজনীতি করে। বিগত সময়ে যারা ভাঙন ও বিভাজনের রাজনীতি করেছে, ত্রয়োদশ নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ।