গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান নামে এক ডিবি পুলিশের ওসি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান হাসান নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান হাসান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন এবং তিনিও আহত হন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘বাসের ধাক্কায় ডিবি পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনার তদন্ত চলছে।’