ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

ধামরাইয়ে ছাত্র হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৮:৪৫ পিএম
হত্যাচেষ্টা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২ মে) দুপুরের দিকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন, ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান মানিক, রোয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি সোহেল, ধামরাই উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আহাত মিয়া, কুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা ৪ ও ৫ আগস্ট রাস্তায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনকে ব্যাহত করতে রাস্তায় ছাত্রদের প্রতিহত করতে চেয়েছিলেন।

এ ছাড়া ৫ আগস্ট সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদকে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত হতে হয়। এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা ধায়ের করেন। 

এ ছাড়াও ছাত্র-জনতা হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে ধামরাই থানায়। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসাদুজ্জামান মানিকসহ বাকি আসামিরা আত্মগোপনে চলে যায়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’