কানাডার স্থানীয় সময় আজ শুক্রবার (২ মে) সকাল ১০টায় টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত সোম।
জানা গেছে, দুই দশকের বেশি সময় বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা করা আবু সাদাত এখন কানাডা প্রবাসী। সামিতের আগমন উপলক্ষ্যে তিনি আজ টরেন্টোর কনস্যুলার অফিসে গিয়েছিলেন।
সাদাত বলেন, 'কানাডায় সামিতের আবেদন সম্পন্ন হয়েছে। পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি এখন বাংলাদেশে। সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় আসবে।'
কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ১১ এপ্রিল। এরপর বাফুফে তার বাংলাদেশের জন্ম নিবন্ধনের সনদ করেছে। জন্ম সনদ হওয়ার সপ্তাহ খানেক পর সামিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সামিতের ক্লাবের আজ টরেন্টোতে ম্যাচ রয়েছে। রাতে ম্যাচ খেলার আগে সকালে তিনি পাসপোর্ট আবেদনের কাজ শেষ করলেন।
বাংলাদেশের জন্মনিবন্ধন ও সামিত বাংলাদেশের হয়ে খেলতে চান এই ডিক্লিয়ারেশনের ওপর ভর করে কানাডা ফুটবল ফেডারশেনের কাছে ছাড়পত্র চায় বাফুফে। সেই অনাপত্তিপত্রও এসেছে গতকাল। এখন পাসপোর্ট হওয়ার পর সকল ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের পক্ষে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিতের।
সামিতকে ১০ জুনের ম্যাচ খেলতে হলে ৩ জুনের মধ্যে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে। কারণ ম্যাচের এক সপ্তাহ আগে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় এএফসি পোর্টালে।