চার দলীয় সিরিজের ফাইনালে ঘরের মাঠে সৌদি আরবকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মালয়েশিয়া।
মালয়েশিয়ার তাদের ঘরের মাঠে সিরিজের ফাইনালে সৌদি আরবকে ১৮ রানে পরাজিত করে শিরোপা জিতেছে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। আহমেদ আকিল ৪২ বলে ৪৪ রান এবং আমির খান ৩৭ বলে ৩৮ রান করে দলের স্কোর ১৩৫ পর্যন্ত নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সৌদি আরবের বোলারদের মধ্যে ইমতিয়াজ খান ২৬ রানে ৩টি এবং জেইন উল আবিদিন ১২ রানে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সৌদি আরবের শুরুটা ভালো হয়নি। আব্দুল ওয়াহিদ ২৬ বলে ৪৪ রান এবং জেইন উল আবিদিন ৩০ বলে ৩২ রান করলেও অন্য কোনো ব্যাটসম্যান মালয়েশিয়ার বোলারদের সামনে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
মালয়েশিয়ার রিজওয়ান হায়দার ১১ রানে ২টি এবং বিজয় উন্নী ১৮ রানে ২টি উইকেট নিয়ে সৌদি আরবের ব্যাটিং লাইনআপে ধস নামান। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় সৌদি আরব। মালয়েশিয়া ১৮ রানে জয়লাভ করে শিরোপা নিজেদের ঘরে তোলে।
ফাইনাল ম্যাচের ফলাফল
মালয়েশিয়া : ১৩৫/৭ (২০ ওভার)
সৌদি আরব : ১১৭/১০ (১৯.২ ওভার)