ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে গাড়ি ও ইয়াবাসহ একজনকে আটক করছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৪:৫৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ হাজার পিস ইয়াবা, ৪৪ হাজার টাকা এবং ২টি গাড়িসহ ১ জন ইয়াবা ব‌্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক মোঃ আবছার কামাল টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ফুলের ডেইল এলাকার বাসিন্দা।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ২টি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল গাড়ি দুইটিকে থামার সংকেত প্রদান করে। সংকেত অমান্য করে গাড়ি দুইটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে উক্ত গাড়ি দুইটির মধ্যে একটি গাড়ি হতে মোঃ আবছার কামাল (৩৪) নামক ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। 

অপর গাড়িটির চালক পটিয়া পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত গাড়ি দুইটিতে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা এবং ৪৪ হাজার নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাড়ি, ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ কার্যব‌্যবস্থা গ্রহণের জন‌্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।