ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ মে) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ‘দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
ডিবি সূত্রে জানা গেছে, ‘সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের ঘনিষ্ঠ এই নুরুল হকের বিরুদ্ধে দোহার ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।’
আপনার মতামত লিখুন :