দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো নওগাঁয়ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনে কর্মচারীরা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নওগাঁ জেলা শাখা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।
এতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাফিজুল হাসান শুভর সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ও বিভাগীয় সমন্বয়ক হারুন অর রশিদ রানা, খন্দকার রেজোয়ান ও মোত্তাকিম রানা প্রমুখ।
বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদানসহ ৭ম-১২তম গ্রেড অন্তর্ভুক্ত করতে হবে; বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি-সংবলিত স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন প্রয়োজন।
তারা বলেন, অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদ-পদবি ও বেতন গ্রেড হালনাগাদ হলেও অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ভাগ্যের কোনো উন্নতি নেই।
তারা আরও বলেন, পদোন্নতির ধারা উন্মোচনসহ নতুন পদ সৃষ্টি না হওয়ায় অধিকাংশ কর্মচারীদের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৮/৪০ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গের একটি বিচার বিভাগ, কিন্তু বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের সবচেয়ে বেশি অবহেলিত ও নিষ্পেষিত। এমন পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার উপক্রম।
দুই দফা দাবি বাস্তবায়নে সরকারে সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :